শাহবাগ ! শাহবাগ !
তুমি অহংকার বাঙালীর,
তুমি অলংকার তারুন্যের ।
তুমি চেতনা আন্দোলনের,
তুমি হাতচানি সফলতার ।
তুমি শক্তি গণ-জাগরণের,
তুমি ভক্তি সততার ।
তুমি জয়ের প্রতিচ্ছবি,
তুমি দিনে-রাতে রয়েছো সজাগ ।


শাহবাগ ! শাহবাগ !
তুমি সজাগ করো,
গুমিয়ে থাকা বিবেক ।
তুমি কাজে লাগাও,
আমাদের আত্ম চিৎকার !
তুমি বুঝিয়ে দাও,
গণ-উপস্থিতি !
তুমি লক্ষ্ জনতার-
এক মহা-সমারহ !
তুমি জাতির-
মিলন মেলার ইতিহাস !
তুমি করে দিলে-
বিশ্ব-বাসীকে আবার অবাক !


শাহবাগ ! শাহবাগ !
তুমি তরুণ-তরুনীর আকুতি,
রাজাকারের ফাঁসি চাই ।
তুমি আন্দোলনের সাক্ষী,
লক্ষ-লক্ষ প্রানের দাবি ।
তুমি করলে একাকার,
ধনী-গরিব এক কাতারে !
তুমি মুক্তির সংগ্রাম,
আবার এলাম একাত্তরে !
তুমি পেরনা জোগালে,
কলংক মুছে দিতে ।
তুমি নব-জাগরণে,
মুক্তি-যুদ্ধে আসার সুযোগ দিলে !
তুমি বলতে শিখালে,
তুই রাজাকার ! তুই রাজাকার !
তুমি স্লোগানে মুখরিত ,
নব-মুক্তির ডাক !


রচনাকাল ১৬/০২/২০১৩ ইং
নিউ ইয়র্ক ।
---------------------------