হায় বাঙালি হায় !!
এ-কি হলো দায় !
জীবন দিয়ে রাজাকারের-
প্রাণ বাঁচাতে চায় !
হায় বাঙালি হায় !!


একাত্তরে যারা ছিল-
দেশ বিরুদি,
তারাই আজ রাজাকার !
একাত্তরে যারা ছিল-
গণ-হত্যাকারী,
তারাই সেই পাকিস্তানীর হাতিয়ার !
কেন নিষ্পাপ জীবন-
বিলিয়ে দিয়ে ?
ওই পাকিস্তানী হায়নার ডাকে-
দিয়ে গেলে সায় !
হায় বাঙালি হায় !!
এ-কি হলো দায় !
জীবন দিয়ে রাজাকারের-
প্রাণ বাঁচাতে চায় !
হায় বাঙালি হায় !!


একাত্তরে যারা ছিল-
জালাও-পোড়াও,লুন্ঠনকারী !
তাদের বিরুদ্ধে,
আজ এই গণ-জোয়ার !
একাত্তরে যারা ছিল,
আমার মা,বোনের-
সম্ভ্রম হানীর সহযোগী !
তারাই আজ সেই জানোয়ার !
কেন দেশদ্রোহীর ডাকে-
উদ্দিপ্ত হয়ে ?
মা, মাটি দেশ,
দেশের পতাকা,শহীদ মিনার-
গুড়িয়ে দিতে যায় !
হায় বাঙালি হায় !!
এ-কি হলো দায় !
জীবন দিয়ে রাজাকারের-
প্রাণ বাঁচাতে চায় !
হায় বাঙালি হায় !!


রচনাকাল ০৩/০৩/২০১৩ ইং
নিউ ইয়র্ক ।
--------------------------