রুখে দাঁড়াও বাংলাদেশ,
রুখে দাঁড়াও জনতা ৷
যারা তোমায় নিয়ে-
মেতেছে হিংসার যুদ্ধে ৷
আগুনে জ্বালিয়ে দিচ্ছে তোমার-
অগনিত সন্তান !
তারা ভেঙ্গে দিতে চায়
তোমার মেরুদন্ড !
দেখিয়ে দাও তোমারও আছে ক্ষমতা
রুখে দাঁড়াও বাংলাদেশ,
রুখে দাঁড়াও জনতা ৷
তিল তিল করে লালিত স্বপ্ন,
আজ হারাতে বসেছে জনতা !
কেউ খেয়ে বাঁচে, কেউ না খেয়ে আছে,
তাদের তরে আছে কি তোদের-
একটু খানি মমতা ?
তোরা নয় জননী !
তোরা নয় জন-ধরদী !
তোরা নয় রাজনীতিবিদ !
তোরা মায়ের বুকে ঘুমিয়ে থাকা-
হিংস্র জানোয়ার !
আর মানুষ রুপি শয়তান !
তোরা সুযোগ সন্দানী !
তোরা ক্ষমতা লোভী !
তোরা সুযোগ পাইলে-
মায়ের গলায় চুরি চালাবি !
তোরা দুইটাই ভন্ড,প্রতারক-
নির্লজ্জা,বেহায়া !
তোদের পিছে আছে কিছু-
লেবাস ধারী,তৈল মর্দনকারী,
চামচা আর চামচিকা !
তোরা দুই জনেই হত্যাকারী-
সড়-যন্ত্রের মূলহোতা !
তোরা দুই জনেই সমানে সমান,
তোদের মাঝে আছে সকল সমতা ৷
রুখে দাঁড়াও বাংলাদেশ,
রুখে দাঁড়াও জনতা ৷
যুদ্ধ করে এই দেশটাকে,
চিনিয়ে এনেছিল যারা ৷
আজ হারাতে বসেছে,
বহু ত্যাগের স্বপ্নের স্বাধীনতা ৷
উত্তরাধিকারের কষাঘাতে-
মানব জীবন বিপন্ন !
দুই চন্ডি মিলে কেড়ে নিচ্ছে-
জীবন্ত মানুষের আত্মা !
আকাশে-বাতাসে পোড়া লাশের গন্ধ !
চারিদিক ভারী হয়ে উঠছে কান্নার শব্দে,
কোথায় হারালো বিবেক বুদ্ধি ?
কোথায় গেল মহানুভবতা ?
রুখে দাঁড়াও বাংলাদেশ,
রুখে দাঁড়াও জনতা ৷


রচনাকাল ১৫/০২/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------------------