ও আমার দেশ, ও আমার স্বাধীনতা ?
কিনেছি তোমায় আমার বাবার-
নিঃস্বার্থ ভালবাসার প্রানের দামে,
পেয়েছি তোমায় আমার মায়ের-
হারিয়ে যাওয়া সম্ভ্রমে !
এত কিছু হারিয়ে নিঃষ মায়ের-
মুখের পানে তোমায় খুঁজেছি,
বাবাকে দেখেছি লাল-সবুজের পতাকায়
উদীয়মান সূর্য চির অম্লান !
মায়ের চোখে অশ্রুর যাতনা দেখেছি,
অবুঝ মনকে বুঝিয়েছি বাবা নেই
এত সুন্দর এক দেশ আছে,
আছে মায়ের মত কোমল মাতৃভূমি ৷
ভুলে গেছি বাবার কষ্ট মায়ের দুঃখ,
সোনার বাংলার বিজয়ের কেতন উড়িয়ে ৷
আজ আবারও কষ্ট নিয়ে কাঁদতে হয় !
বাবা হারানোর স্মৃতি-
মায়ের সম্ভ্রম ত্যাগে কি পেলাম ?
কেন আবারও স্বাধীন দেশে -
আমার বাবাদের হারাতে হয় ?
কেন বা সৃষ্টি হলো জাঁলাও পোড়াও ?
কেন নতুন করে এই নির্মম বর্বরতা ?
ও আমার দেশ,ও আমার স্বাধীনতা ?
আমার বাবার ক্ষত-বিক্ষত দেহ,
মায়ের নির্বাক বোবা কান্নার এই বুঝি প্রতিদান ৷
আমার প্রিয় স্বদেশ প্রিয় জন্মভূমির-
অগনিত সন্তানদের রাজনীতির নামে,
গণতন্ত্রের ব্যবসা খুলে দিয়ে যাচ্ছ বলিদান !
এমন নোংরা,জগণ্য গণতন্ত্রের চেয়ে-
সৈরতন্ত্র অনেক ভালো এবং প্রতিয়মান ৷
যারা গণতন্ত্র বলে চিৎকার করে ক্ষমতায় অসীন,
তাদের ক্ষমতার দম্ভে জনগণ আজ নিরাপত্তাহীন
কত অসহায় আজ আমরা,
তাদের অসৎ চরিত্রের দাবানলে জ্বলে পুড়ে অঙ্গার,
আর কত জীবন গেলে তারা শান্তি পাবে ?
আর কত দুর্নীতি করে দেশের সম্পদ-
বাহিরে নিয়ে গাড়ি,বাড়ী আরাম-আয়েশে
বিদেশে পাড়ি জমাবে !
আর আমার দেশের জনতা,
তাদের অত্যাচার,হরতাল,অবরোধের ঘূর্ণিপাকে পড়ে
অবহেলা,অনাহারী,উপহাস-উপবাস থেকে,
ভয়ে কম্পিত হয়ে বন্দী দশায় দিন কাটাবে !
কোন স্বাধীন দেশে এমন আচরণ হতে পারেনা,
এই কেমন নিষ্ঠুর নিরবতা ?
ও আমার দেশ,ও আমার স্বাধীনতা ?


রচনাকাল ১৮/০২/২০১৫ ইং
নিউ ইয়র্ক
-----------------------------------------------