যতই করুক চল চাতুরী,
যতই করুক ক্রন্দল ৷
পারবেনা কখনো পারবেনা-
ছিন্ন করতে তারা,
নেতা তোমার আমার এই বন্ধন ৷


তুমি যে মিশে আছো,
নেতা এই হৃদয়ে ৷
তুমি যে বসে আছো,
নেতা আমারি মন-মন্দিরে ৷
তারা কি জানে সে খবর ?
তুমি যে আমার প্রানের চেয়ে প্রিয়,
আমার হৃদয়ের স্পন্দন ৷
পারবেনা কখনো পারবেনা-
ছিন্ন করতে তারা,
নেতা তোমার আমার এই বন্ধন ৷


তুমি যে মিশে আছো,
নেতা আমার বিশ্বাসে ৷
তুমি যে মিশে আছো,
নেতা আমার প্রতিটি নিশ্বাসে ৷
তারা কি রাখে সে খবর ?
প্রতিনিয়ত চাই,
নেতা তোমার সফলতা ৷
দু-হাত তুলে আল্লাহর কাছে,
করি ক্রন্দন ৷
পারবেনা কখনো পারবেনা-
ছিন্ন করতে তারা,
নেতা তোমার আমার এই বন্ধন ৷


রচনাকাল ২৭/০২/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------