চলো বাংলাদেশ এগিয়ে চলো,
বাঁধা বিপত্তি এড়িয়ে চলো ৷
হাতে হাত রাখো,
কাঁধে কাঁধ রাখো ৷
অপশক্তি কে না-না বলো !
চলো বাংলাদেশে এগিয়ে চলো,
বাঁধা বিপত্তি এড়িয়ে চলো ৷


যুদ্ধ চাইনা আর,
রক্ত চাইনা আর ৷
শান্তি দিতে না পারিলে,
জনগণের হাত থেকে-
আর পাবেনা পার ৷
যারা জীবন্ত মানুষ হত্যা করে,
রাজপথ গরম করে ৷
লাশের উপর দিয়ে-
ক্ষমতায় যেতে চায়,
তারা নতুন রাজাকার ৷
প্রতিরোধের ঝান্ডা নিয়ে,
এগিয়ে এসো সবাই চাড় হুঙ্কার ৷
সাবধান হয়ে যাও শোষকের দল,
বাংলাদেশে আমরা এবার-
নতুন রূপে জ্বালবো আলো ৷
চলো বাংলাদেশ এগিয়ে চলো,
বাঁধা বিপত্তি এড়িয়ে চলো ৷


পুরাতন কে বিদায় দিয়ে,
অশান্তি কে তাড়িয়ে দিয়ে ৷
নতুন স্বপ্ন বুনি,
নতুন কিছু শুনি ৷
শান্তির দুয়ার খুলে-
আলোর ঝলক নিয়ে,
ভাতৃত্ববোধ জাগিয়ে তুলি ৷
অন্যায় অবিচার মানিনা,
অপরাধ কে প্রতিবাদ করো ৷
সবাই মিলে এগিয়ে আসো,
সন্ত্রাসীদের কালো হাত-
শক্ত হাতে ভেঙ্গে পেলো ৷
চলো বাংলাদেশ এগিয়ে চলো,
বাঁধা বিপত্তি এড়িয়ে চলো ৷


রচনাকাল ০৪/০২/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------