তুমি মিশে আছো গ্রামে গঞ্জের
আনাচে-কানাচে,পথ-প্রান্তরে
মিশে আছো জেলায় উপজেলায়
নতুন নতুন ভুবন,বড় বড় স্থাপনা
আর রাস্তার মোড়ে-মোড়ে !
আরো মিশে আছো বিভাগীয় শহরে
প্রতিটি উন্নয়নের মূলে !
তুমি মিশে আছো বাংলার প্রত্যন্ত অঞ্চলে
মিশে আছো পল্লীবন্ধু-
আমার বিশাল এই হৃদয়ে !
তোমার হাতের ছোঁয়া আছে চারিদিকে,
যে খানে চোখ রাখি-
সব কিছু তোমার করা নাকি,
তুমি সত্যিকারের উন্নয়নের চাবি কাঠি !
যখনি ভাবি এত গুনে গুনান্নিত
তোমার জীবন ছবি
এত ভালবাসা তোমার এই দেশের প্রতি
দেশের অসহায় মানুষের-
কখনো চাওনি তুমি ক্ষতি
তুমি কবি কবিতার মত সাজিয়েছো,
অপরূপে আমার সোনার বাংলা
তোমার তুলনা তুমি !
সত্যি তুমি ছিলে অসাধারণ,তুমি মহান,
তুমি অতুলনীয় এক দক্ষ রাষ্ট্রপতি
তুমি ঢাকার রূপকার,
৬৮ হাজার গ্রামের কর্ণধার
বাংলাদেশের সংস্কারের স্থপতি !
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে
আঁকা বাঁকা মানচিত্রের,
উন্নয়নের পরতে-পরতে
অনন্তকাল ছড়াবে আলোর জ্যোতি !
যতই চেষ্টা করুক কেউ পারবেনা-
মুছে দিতে তোমার গতি
হে আমার হৃদয়ের পল্লীবন্ধু
তুমি ছিলে দেশ সেবায়-
মানব সেবার সত্যিকারের সেনাপতি ৷


রচনাকাল ০১/০৩/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------