ওই খালে-বিলে ভরা-
নদী-সাগরে ঘেরা,
আমার সোনার বাংলা ৷
ওই কৃষকের লাঙ্গলে ফলা-
শস্য-শ্যামল ভরা,
আমার ধানের গোলা ৷


অপরূপ দেশে জন্ম আমার,
নেইতো তাহার জুড়ী ৷
যতই দেখি হয়না বুড়ো,
বয়স এখনো কুড়ি ৷
ধন্য হলাম জন্ম নিয়ে,
সোনার বাংলাদেশে ৷
হাজার বছর বাঁচতে চাইযে,
মরণ জেনেও শেষে ৷
কত-শত দেশে গিয়ে,
পাইনি খুঁজে তোমায় ৷
এমন দেশটা আছে শুধু,
আমার সোনার বাংলায় ৷
তোমার স্মৃতি তোমার প্রীতি,
বুকে ধরে আছি ৷
ভুলতে চেষ্টা করেছি আমি,
যায়নি কভু ভুলা ৷
ওই খালে-বিলে ভরা-
নদী-সাগরে ঘেরা,
আমার সোনার বাংলা ৷
ওই কৃষকের লাঙ্গলে ফলা-
শস্য-শ্যামল ভরা,
আমার ধানের গোলা ৷


শ্রাবণ মেঘের দিনে,
বৃষ্টি ঝরে ঘরের টিনে ৷
রিমঝিম শব্দের ঝন-ঝনিতে,
মনটা নেচে উঠে-
আনন্দ ভরা খুশিতে ৷
এমন দেশটা ছেড়ে কভু,
চাইনা যেতে দূরে ৷
তারপরও যে যেতে হয়,
অন্ন-বস্রের খোঁজে ৷
আমি আছি প্রবাসে পড়ে,
প্রানটা বাংলাদেশে ৷
মৃত্যুর আগে যেন যেতে পারি,
ফিরে বীরের বেশে ৷
আমার হৃদয়ে বাংলাদেশ,
আমি সোনার দেশের ছেলে-
আমার দাম যে তোলা-তোলা ৷
ওই খালে-বিলে ভরা
নদী-সাগরে ঘেরা
আমার সোনার বাংলা
ওই কৃষকের লাঙ্গলে ফলা
শস্য-শ্যামল ভরা
আমার ধানের গোলা !


রচনাকাল ০৪/০২/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
--------------------------------