আমি বহুদিন তোমায় খুঁজেছি,
আমি খুঁজতে-খুঁজতে ক্লান্ত হয়ে-
শূন্য হাতে ঘরে ফিরেছি ৷
আমি বহুকাল তোমার অপেক্ষায় অপেক্ষমান !
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো,
ও বৈশাখী ও আমার প্রাণ ৷


তোমায় খুঁজেছি পথ প্রান্তরে, অলিতে গলিতে,
তোমায় খুঁজেছি রমনা পার্কের রমনার বটমূলে ৷
তোমায় খুঁজেছি বৈশাখের বৈশাখী শাড়ীতে,
তোমায় খুঁজেছি বৈশাখের আনন্দ মিছিলে ৷
কোথাও তোমার চিহ্ন খুঁজে পেলাম না !
যত দুঃখ,যত কষ্ট,
আমি একা-একা বয়েছি ৷
আমি বহুদিন তোমায় খুঁজেছি,
আমি খুঁজতে-খুঁজতে ক্লান্ত হয়ে-
শূন্য হাতে ঘরে ফিরেছি ৷


তোমায় খুঁজেছি বৈশাখের আম্র কাননে,
তোমায় খুঁজেছি বৈশাখের বৈশাখী উৎসবে ৷
তোমায় খুঁজেছি বৈশাখের কাল বৈশাখী ঝড়ে,
তোমায় খুঁজেছি রাস্তার ধারে পান্তা ভাত আর ইলিশে ৷
কোথাও তোমার চিহ্ন খুঁজে পেলাম না !
বাকরুদ্ধ, বোবা কান্নায়,
আমি ভেঙ্গে পড়েছি ৷
আমি বহুদিন তোমায় খুঁজেছি,
আমি খুঁজতে-খুঁজতে ক্লান্ত হয়ে-
শূন্য হাতে ঘরে ফিরেছি ৷


রচনাকাল ১৩/০৪/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------------------