তুমি বীরত্ব গাঁথা এক মহা-বীর
তুমি গৌরবে আলোকিত
সৌরভে সমাদৃত
আমার দেখা এক সৈনিক
যতদিন বেঁচে থাকো
থাকো বেঁচে বীরের মত
লক্ষ কোটি জনতা
তোমার জন্য দোয়া করে দৈনিক


তুমি ভয় পেওনা কোন হুংকারে
মামলা হামলা কত কি হবে
জবাব দিব শক্ত হাতে
লোহার শিকড় ফেলবো ভেঙ্গে
আমরা আছি তোমার পিছে
শক্ত হাতে ধরবো লাঙ্গল
চষে বেড়াবো ৬৮ হাজার গ্রাম
বয়ে নিয়ে আসবো দেশের মঙ্গল
ফলাবো ফসল তোমার কৌশলে
আসবে ফিরে শুদিন
কৃষাণীর ঘরে থাকবেনা অভাব
চতুর্দিকে আনন্দ উল্লাস
মন মাতানো সুখে
করবে সবাই প্রার্থনা
প্রত্যেহ স্বপ্নে দেখি আমার মত
নগন্য এক জৈনিক
তুমি বীরত্ব গাঁথা এক মহা-বীর
তুমি গৌরবে আলোকিত
সৌরভে সমাদৃত
আমার দেখা এক সৈনিক
যতদিন বেঁচে থাকো
থাকো বেঁচে বীরের মত
লক্ষ কোটি জনতা
তোমার জন্য দোয়া করে দৈনিক


তুমি জীবন সংগ্রামে লৌহ মানব
এক সংগ্রামী পুরুষ
অর্জন করেছো বিন্দু বিন্দু করে সম্মান
জনপ্রিয়তার শীর্ষে তুমি
কেউ নেই তোমার সমানে সমান
তোমার উচ্চতা ছুঁতে পারে,
কার বা সাধ্য আছে
বদনাম রটানো ছাড়া
তাদের আর কি বা করার থাকে
যত বদনাম করুক করে যেতে দাও
পল্লীবন্ধু তোমার কিছুই হবেনা
তোমার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা
সম্পর্কে তাদের নেই কোন ধারণা
তুমি উত্তরাধিকারের দোহাই দিয়ে
বাবা,স্বামীর নাম বিক্রি করে নেতা হওনি
তুমি নিজ গুনে নেতার আসন
অলংকিত করেছো
এটাই হওয়া উচিৎ
একজন নেতার বৈশিষ্ট নীতি নৈতিক
তুমি বীরত্ব গাঁথা এক মহা-বীর
তুমি গৌরবে আলোকিত
সৌরভে সমাদৃত
আমার দেখা এক সৈনিক
যতদিন বেঁচে থাকো
থাকো বেঁচে বীরের মত
লক্ষ কোটি জনতা
তোমার জন্য দোয়া করে দৈনিক


রচনাকাল ২৫/০৪/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------------------------