গণতন্ত্র তুমি দুঃস্বপ্নের আরেকটি নাম,
তুমি হারিয়ে যাওয়া অধিকার ৷
গণতন্ত্র তুমি চার দেওয়ালে বন্দি,
আমি চাইনা আর বাঁচিবার ৷
গণতন্ত্র তুমি আজব গণতন্ত্র !
তোমার মাঝে নেই বিন্দু পরিমান সুবিচার
গণতন্ত্র তুমি ভোটের দরজায় কড়া নাড়-
আবার ভোটের অধিকার ক্ষুন্ন কর,
এই বুঝি তোমার গণতন্ত্রের দক্ষ বিচার !
আমি মানিনা এমন হাস্যকর গণতন্ত্র,
আমি চাই আমার ভোট আমি দিব-
যাকে খুশি তাকে দিব ৷
আমি ফেরত চাই আমার ভোটের স্বাধিকার ৷
গণতন্ত্র তোমার আরেকটি নাম দম্ভ,
হিংসা, হানা-হানি কাটা-কাটি-
আর ভোটের বাক্সে জালিয়াতি ৷
গণতন্ত্র তুমি দুই রাক্ষুসীর অহংকার,
আর জণগনের জীবন কেড়ে নেওয়া হাতিয়ার ৷
ছিঃ গণতন্ত্র ছিঃ
তুমি হারিয়ে যাও ফিরিয়ে দাও-
নব্বই পূর্ববর্তী সৈরতন্ত্র ৷
আমরা সেই সৈরতন্ত্র নিয়েই সুখে ছিলাম,
তুমি হঠাৎ কোথায় থেকে উদয় হলে ?
আর আমার অগণিত মায়ের বুক,
শূন্যতায় ভরে দিলে ?
গণতন্ত্র তুমি এক অশান্তির কালো ছায়া,
বন জঙ্গলে থাকা হিংস্র প্রাণীর নোংরা থাবা ৷
গণতন্ত্র তুমি ঝড়ের রাতের নিভু নিভু বাতি,
তুমি পেট্রল বোমার অমার্জনীয় ব্যবহার !
গণতন্ত্র তুমি দূর্বিসহ জীবন,
আর দুই ডাইনী বুড়ীর রাজদরবার ৷
গণতন্ত্র তুমি হিংস্রতায় পরিপূর্ণ,
তোমার মাঝে কেন নেই নমনীয়তা ?
কেন নেই ভাতৃত্ব বোধ ?
শুধু খুঁজে পাই অহমিকা !
এমন গণতন্ত্রের মুখে লাত্তি মারি !
ফিরিয়ে দে আমার সেই সৈরতন্ত্র
আমি সুখে থাকব নিশ্চিন্তে ঘুমাবো
দু-বেলা দু-মুঠো ভাত খাবো-
প্রতিষ্ঠিত হবে আবার ন্যায় বিচার ৷
গণতন্ত্র তুমি দুঃস্বপ্নের আরেকটি নাম,
তুমি হারিয়ে যাওয়া অধিকার ৷


রচনাকাল ২৯ এপ্রিল ২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------------------