ভুল সবই ভুল আমার,
ভুল সবই ভুল !
ভুলের মাশুল দিতে-দিতে-
হয়ে গেলাম ব্যাকুল ৷
ভুল সবই ভুল আমার,
ভুল সবই ভুল !


ভুলে-ভুলে মনটা খুলে,
পারিনা যে হাসতে !
মনের ভিতর জ্বলে আগুন,
চাইযে আমি সুখের সাগরে ভাসতে ৷
ব্যাকুল হয়ে সাঁতার কাটি,
পাইনা খুঁজে কুল ৷
ভুল সবই ভুল আমার,
ভুল সবই ভুল !


আমি যে আজ দিশে হারা,
তুমি হীনা ছন্ন ছাড়া ৷
মনের আকাশ মেঘাছন্ন,
শুধু ওগো তোমার জন্য ৷
চিন্তা চেতনায় তুমি আমার,
এখনো বসে থাকি হয়ে আকুল ৷
ভুল সবই ভুল আমার,
ভুল সবই ভুল !


রচনাকাল ০৪/০৫/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-----------------------------