হতে পারে বিধি,
এ আমার শেষ মুনাজাত ৷
দু-হাত তুলে-
অনুনয় করেছি,
চেয়েছি ভিক্ষা আমার হয়াৎ ৷


আমার পাপে দুনিয়া কাঁদে,
আমার পাপে দোজখ হাসে ৷
তুমি পার আমায়,
ক্ষমা করে দিতে বিধি ৷
তুমি পার আমায় ক্ষমা করে দিতে !
তোমার করুনায়,
মরণের পরে আমায় দিওগো জান্নাত ৷
হতে পারে বিধি,
এ আমার শেষ মুনাজাত ৷


আমার জীবন তোমার হাতে,
আমায় তুমি পার বাঁচাতে ৷
তুমি পার আমায়,
কেড়ে নিতে বিধি ৷
তুমি পার আমায় কেড়ে নিতে !
একটাই চাওয়া,
মরণের পরে আমায় দিওগো নাজাত ৷
হতে পারে বিধি,
এ আমার শেষ মুনাজাত ৷


রচনাকাল জুন-২০০৯ ইং
----------------------------------