আমি কাগজের বউ বানিয়ে,
করবো তোমায় আপন ৷
তোমায় কাগজের বউ বানিয়ে,
এই বুকেতে করবো লালন ৷
আমি কাগজের বউ বানিয়ে,
করবো তোমায় আপন ৷


তুমি তো চলে গেলে,
বউ সেজে অন্যের ঘরে ৷
কিছু তো গেলেনা বলে,
কবে আবার আসবে ফিরে ৷
জানি তুমি আসবেনা,
বউ আর হবেনা আমার ৷
তবুও তোমার ছবি একে,
করবো বুকে লালন ৷
আমি কাগজের বউ বানিয়ে,
করবো তোমায় আপন ৷


সুখেরী মোহনায় ভেসে গেলে,
আমার কথা ভুলে গিয়ে ৷
ছিলাম আমি একা থাকব একা,
মাঝ খানে কেন তুমি এলে ?
বিরহের জ্বালা ভাল যে লাগেনা,
মন চায় করতে তোমায় বরণ ৷
আমি কাগজের বউ বানিয়ে,
করবো তোমায় আপন ৷


রচনাকাল ১৪/০৫/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
-------------------------------