জন্মের পরে তোমায়,
দেখেছি মা ৷
যত দেখি তবুও যে,
সাধ মিঠেনা ৷
জীবন ভরে তোমায়,
দেখে যাবো মা ৷
তার পরেও দেখা,
শেষ হবেনা ৷


তোমার ত্যাগের বিনিময়ে,
এসেছি মা পৃথিবীতে ৷
দুঃখ পেয়েছো তুমি,
আমার জীবন ভরে দিতে ৷
এত জ্বালা পেয়েও,
তুমি আমায় ভূলনা ৷
জীবন ভরে তোমায়,
দেখে যাবো মা ৷
তার পরেও দেখা,
শেষ হবেনা ৷


আদরে সোহাগে তুমি,
লালন করেছো আমায় ৷
বিনিময়ে কি দিব-
মা তোমায় ?
আমি চাই তুমি হও,
আমারি জান্নাত ৷
মা তুমি আমাকে,
ছেড়ে যেওনা ৷
জীবন ভরে তোমায়,
দেখে যাবো মা ৷
তার পরেও দেখা,
শেষ হবেনা ৷


রচনাকাল ১৮/০৫/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------
আজ এই কবিতার আসরে আমার ২০০ তম কবিতা  জন্মের পরে  প্রকাশ করলাম যাহা আমার মাকে নিয়ে লেখা আপনাদের ভাল লাগলে জানাবেন এবং  আমার মা অনেক দিন থেকে অসুস্থ সবার কাছে দোয়ার দরখাস্ত রাখলাম । ধন‌্যবাদ