তোমায় কি আর কোন দিন-
আমি দেখতে পাবোনা ?
এই কথাটি মনে আসে যখন,
দু-চোখের অশ্রুরা ফোঁটায়-ফোঁটায় ঝরে-
হয়ে যায় বিশাল নদী মেঘনা ৷


কেন দিলে আমায় লাঞ্চনা ?
আমি তো চাইনি,
তোমার সুখের সাথী হতে !
তোমার কল্পনায় কেন বসালে ?
কেন দিলে আমায় যন্ত্রণা ?
আমি তো পারিনা ঘুমাতে রাতে,
চোখের কপাট বন্ধ হয়ে-
তোমার স্মৃতি ভেসে আসে ৷
আর তো ঘুম আসেনা !


কে দিবে আমায় সান্তনা ?
যে দেওয়ার সে আজ অতীত হয়ে,
আমাকে দুঃখ দিয়ে-
নিজের কপালে প্রদীপ জ্বালিয়ে !
সানাইয়ের সুরে-সুরে-
অন্যের ঘরণী হয়ে ঘর বেধে সুখের,
গ্রামের নাম হয় কেগনা ৷


বই: তুমি যদি চাও
প্রকাশকাল ২০০৯ ইং
একুশে বইমেলা,ঢাকা ৷
---------------------------------