প্রেমের মহত্ব প্রার্থনায় নয়,
একটি প্রসারিত হাতকে ধারণ করে-
চিরকালের সঙ্গ কামনায় নয় ৷
ইচ্ছার পরি-সমাপ্তিতেও নয়,
প্রেমের মহত্ব প্রতিদান হীন-
একটি উদার আনন্দময় ত্যাগে ৷
তাইতো নির্ধিদায়-
যেতে দিয়েছি তাকে,
তার গুরু জনের অবিষ্ঠ লক্ষ্যে ৷


তারপরও বর্ষণ মূখর-
কোন এক রাতে যদি,
ঘুম ভেঙ্গে যায় ৷
আমি জানালায় গিয়ে দাঁড়াই,
তোমার প্রতিচ্ছবি ভেসে আসে ৷
তখন স্মৃতির কোটা থেকে-
ছড়ানো পাপড়ির মত,
আমার দুঃখ গুলো ঝরে পড়ে ৷
বৃষ্টির ন্যায় ফোঁটায়-ফোঁটায়,
দু-চোখের অশ্রু ঝরে ৷


বৃষ্টির মত আমিও অঝোরে কাঁদি,
বুকের ভিতরটা যেন-
কেমন-কেমন করে ৷
হৃদয়ের ভিতর অনুভব করি,
সেই হারিয়েছি যারে ৷
কষ্টের অতলান্তিকে,
হারিয়ে যেতে যেতে ৷
ক্ষীণ এক আলোর রাশ্মি ধরে,
আবার ফিরে এলাম-
নিজের জগতে ৷


রচনাকাল ০৭/০৬/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------------