আমায় আধাঁরে রেখে,
তুমি আলোতে-
করে যাও অবিরত খেলা ৷
সে আলো নিবে যাবে আলেয়া,
অভিশাফ দিব-
তোমায় সারা বেলা ৷


নয়নের চাহনীতে-
আধাঁর নেমে আসে,
তোমার অবহেলায় ৷
আমার শূন্য মন খানি-
পাথরের নেয় জানি,
কেন তুমি করে গেলা ?


ঘুমহীন চোখ দুটি-
তাকিয়ে থাকে,
আমাকে করে গেলে একেলা ৷
হৃদয়ের ডাকে যদি-
সাড়া না দিবে,
কেন এলে এই অবেলা ?


রচনাকাল ১২/০৬/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
----------------------------