তুমি নিজেকে পোষা বিড়াল ভাবো কেন ?
পোষা মানুষ ভাবো,
তাহলে দেখবে দুর্শ্চিন্তা হারিয়ে যাবে ৷
তোমার মননশীলতা,তোমার অভিব্যক্তি,
তোমার নগ্ন ধারণা,
চিন্তা,চেতনা বদলে যাবে ৷


যতই মানুষ বিড়াল পোষে,
তারে কিন্তু দূরেই রাখে ৷
তোমাকে রাখব আদরে সোহাগে,
আমার জীবনের উষ্ণতায় আলো আধাঁরে-
বুকের শীতল বিছানায় কাঁথা জড়িয়ে ৷
আমি কষ্টের পাহাড়,
হিমালয় আমার উচ্চতা ৷
আমি কান্নায় ভেঙ্গে পড়ি,
আবার উষ্ণতায় জড়িয়ে ধরি ৷
আমি এখনো আমার চোখের পানিতে-
কাউকে ডুবিয়ে মারিনি !
আমি খুনি নয়,
আমি ভালবাসার কান্না ৷
আমি তোমার চোখে কেবল সুখ খুঁজেছি,
খুঁজেছি আমার সুখময় অবিরাম জান্নাত ৷


তুমি নিজেকে হুর ভাবতে পারনি,
ভেবেছ জোনাকি পোকা ৷
মিটি মিটি আলো ছড়াবে আবার নিবে যাবে,
খনিকে অদৃশ্যের মত হারিয়ে যাবে-
অনেকের মাঝে ৷
বহুজন তোমার আলোয়ে আলোকিত হবে,
নতুন ভাবনায় সৃষ্টি হবে প্রেমের আল্পনা ৷
এই ভাবে আমি তোমায় চাইনি,
চেয়েছি একক ভাবে পেতে ৷
সঙ্গী করে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে-
পোষতে চেয়েছি মনের মানুষ ভেবে,
তুমি আর কারো নয় শুধু আমার হবে ৷


রচনাকাল-১৩/০১/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
---------------------------------------------