বাংলা তুমি লাখ জনতার,
বাংলা তুমি আমার ৷
বাংলা তুমি এক মায়ের আর্তনাদ !
বাংলা ভাষাকে যুদ্ধ করে এনেছিল যারা,
তারা আমার মায়ের ছেলে-
সালাম,রফিক,বরকত,জব্বার ৷


বাংলা বাঁচাতে যুদ্ধ করে,
কত মা হারিয়েছে তার সন্তান ৷
অমর একুশে শহীদ মিনারে,
করি তাদের সম্মান ৷
কাগজে কলমে বাংলা লেখা,
যত দিন ধরে থাকবে ৷
আমার মায়ের মুখের ভাষা,
অম্লান হয়ে রবে ৷
ভাষা সৈনিক তোমরা যারা,
হয়েছিলে অমর ৷
ইতিহাস আজ মনে করে দেয়,
হৃদয়ে আছ সবার ৷


সেই যুদ্ধের মাঝে,
পেয়েছি আমরা বাংলা ভাষার দেখা ৷
গর্বে মোরা গৌরবান্বিত,
বলে বাংলা ভাষা ৷
আমার বাংলার দামাল ছেলেরা,
একেকটা এক বীর,
যুদ্ধ করে বাংলা ভাষা-
করেছিল স্থির ৷
বুকের তাজা রক্তে জয় এলো আবার,
বাংলা ভাষা ছিনিয়ে এনেছি-
এই তো ছিল পাওয়ার ৷


রচনাকাল- ২১ ফেব্রুয়ারী ২০০৭ ইং
নোয়াখালী,বাংলাদেশ ৷
-----------------------------------