তুমি এখন আর সুস্থ নয় তুমি বিকার গ্রস্থ
হারিয়েছ তোমার সকল জৌলুস
রোগা হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছো
অসহায় মানুষের বুকের উপর দিয়ে
আর কত দূর যেতে পার জানা নেই
হয়তোবা পথে হারিয়ে যেতে মানা নেই
বিলীন হবে অবহেলার গ্লানি বুকে নিয়ে
গণতন্ত্রের বুকে রক্তাক্ত হাত বুলিয়ে
বিকশিত স্বপ্ন সকালের মেঘাছন্ন আকাশে !


নির্লজ্জ তুমি নির্বোধ,তুমি স্বপ্নহীন
তুমি দেশের শত্রু জাতির শত্রু তুমি মর্মহীন
তুমি খাই-খাই করে খেয়ে ফেলেছ-
গোলা ভরা ধান !
তুমি মাননা আল্লাহ,রাসুল মাননা ধর্মের বিধান !
তুমি যাহা ইচ্ছে তাহাই কর
দম্ভের সাথে কর বড়াই
তুমি নিজেকে ভাব শক্তিধর
জাতির সাথে বাধাও লড়াই
তোমার মুখের কথা দ্বারা সবাই আজ লাঞ্চিত
তোমার কর্মের ফলে দেশ,জাতি,গোষ্ঠী সবাই বঞ্চিত
তুমি শুধুই সঞ্চয় করে চলেছ
তোমার পূর্বের শাসকের মত
তোমার ক্ষমতা তাদের চেয়েও অসীম
লুটে নিচ্ছ রাষ্ট্রের ভান্ডার বাড়িয়ে যাচ্ছ ক্ষত !


রচনাকাল ০৪/০৬/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
---------------------------------------------------