নতুন পুরাতনের সমন্বয়ে, জাতীয় পার্টি পুনর্গঠন হউক,
৮ম জাতীয় এই সম্মেলনে l
নতুন করে উদিত হউক টগবগে লাল সূর্য,
সকল আঁধার কেটে প্রতিফলন ঘটুক নব দিগন্তের l
জাপার আকাশ হউক আলোকিত-
নতুন নতুন নেতা নেত্রীর আগমনে l
কর্মী থেকে নেতা,তৃনমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে রব উঠুক,
যোগ্য নেতা নির্বাচিত হউক গোপন ভোটের মাধ্যমে l
ত্যাগি,যোগ্য,দক্ষ,এবং সক্রিয় জাপা কর্মী,
ভবিষ্যত নেতা হউক,
গ্রহণযোগ্যতা,মনোনশীলতা ও সততার ন্যায় বিচারে l
জনগনের আস্থার প্রতীক, জন সেবায় উদগ্রীব,
এমন নেতা উদয় হউক l
প্রতিশ্রুতিরক্ষাশীল,ঈমানী আকিদা,ন্যায়বান সততাপরায়ণ,
সচ্চরিত্র,দেশপ্রেমে বলিয়ান হাত হউক,
আমাদের মুক্তির সোপান l
দল ও নেতার প্রতি অনুগত, নীতির প্রতি অবিচল,
এমন চারিত্রিক বৈশিষ্ট্যই পারবে-
জাপাকে শক্তিতে শক্তিধর করে ক্ষমতায় ফিরাতে l
এই সম্মেলনের শুভ ক্ষণে নেতা কর্মীদের জাগরণে-
উচ্ছলতায় প্রাণ পাবে পল্লীবন্ধুর বলিষ্ঠ আহ্বানে l
নতুন ঘোষণা আসবে দেশ,মাতৃকার ও দলের প্রয়োজনে,
প্রতিক্ষায় রত কোটি তরুণ প্রাণ,
দলে ও নেতৃত্বে নতুন চমক দেখবে বলে l
আসুন সবাই মিলে দলে বলে,জাতীয় পার্টির ছায়াতলে,
ভেদাভেদ ভুলে গিয়ে শপথ নিয়ে ঐক্য করি
পল্লীবন্ধুর লাঙ্গল কাঁধে তুলে l


রচনাকাল ১০/০৫/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
উৎসর্গঃ- জাতীয় পার্টি ও পল্লীবন্ধুকে ৷
-----------------------------------------------------------------