আরেকটি বার দেখতে চাই
নিশ্চিত ফাঁসি থেকে মুক্তি
অপ্রাপ্ত কিশোরীর শাস্তি নাই
মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই
পেতে চাই রাষ্ট্রের অনুকম্পায়
একটি প্রসারিত হাত
ক্ষমার অযোগ্য তবু ক্ষমা চাই
একটি নেশাগ্রস্ত নারীর
একজন খুনী বালিকার
মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি চাই
একজন রূপসী কন্যা
সাজা প্রাপ্ত খুনি বঙ্গ ললনার ৷


সে যে আর কেউ নয়
ভুল ভ্রান্তিতে নেশায় বিভোর হয়ে
অন্যের প্ররোচনায় অসৎ সঙ্গ
অনুপ্রাণিত হয়ে
অবুঝ বালিকার মত
আপন পিতা মাতাকে নির্মম,নিষ্ঠুর ভাবে
নিজ হাতে হত্যা করে অবলীলায়
স্বীকার উক্তি দিয়ে আত্মসমর্পণ করা
ঐ ঐশী নামক অবুঝ মেয়েটি ৷


তাই ঐ নেশাগ্রস্ত ,খুনি,পাপী-
মেয়েটির হয়ে ক্ষমা চাচ্ছি !
তাকে বাঁচতে দিন,তাকে ফিরিয়ে দিন
তাঁর স্বাভাবিক জীবনে
সে ফিরে আসবে নতুন করে
ঘর বাঁধবে আলোকিত করবে
তার অনাগত ভবিষ্যৎ
সুখে দুঃখে অনুশোচনায় -
সে ভুল বুঝতে পারবে ক্ষমা প্রার্থনা
করবে মহান রবের নিকট
জান্নাত কামনায় দু-হাত তুলে ক্রন্দন করবে
জন্ম দাতা পিতা মাতার জন্য,
এই দাবী নিয়ে মিনতি করছি
মহামান্য রাষ্ট্রপতি বরাবর l


রাজনৈতিক বিবেচনায় এই ঐশীর দেশে
অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনিরা কৃপা পায়
আবার ঐ খুনিরা নতুন করে তাদের
স্বাভাবিক জীবনে ফিরে যায় !
শুধু একটি বার ভাবুন ঐ ঐশী নামক
বালিকাটির কথা
শাস্তি দিন তাদের যারা ঐশীকে
নেশাগ্রস্ত করে সমাজে চালু করেছে
খুন,ধর্ষণ আর ইয়াবার মত জগন্য প্রথা !


যতই তাকে খুনি ভেবেছি
ততই খারাপ মানুষের অবয়ব
আমার চোখের সামনে ভেসে এসেছে ৷
আর তাঁর হয়ে ক্ষমা চাওয়ার স্পৃহা
আমাকে আশ্বস্ত করেছে ৷
আমার মনে হয়েছে তাঁর মৃত মা বাবাও
তাঁর বেঁচে থাকা কামনা করছে
তারা ডেকে বলছে আমরা চলে এসেছি
আমরা সুখে আছি
জান্নাতের অনাবিল সুখ শান্তি ভোগ করছি
তোমরা আমাদের অবুঝ ঐশীকে বাঁচাও
তাকে ঠিক তোমাদের মত করে বাঁচতে দাও
তাঁর বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই
আমরা তাকে ক্ষমা করে দিয়েছি
তোমরাও তাকে ক্ষমা করে দাও
তাই আমিও ক্ষমা চাচ্ছি
ঐশীর হয়ে মিনুতি করছি
জানি এই অপরাধের ক্ষমা নাই
তারপরও একটি বার ক্ষমা চাই !


আমি আশান্বিত
রাষ্ট্র তাকে ক্ষমার চোখ দিয়ে দেখে
মুক্ত জীবনে পদার্পণ করার সুযোগ করে দিয়ে
তাঁর অধিকার আদায়ে এগিয়ে আসবেন
এবং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত
ইতিহাসে লিপিবদ্ধ করে
ঐতিহাসিক ভূমিকায় অবতীর্ণ হবেন ৷


রচনাকাল ২৯/০৬/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------