আমি গুনাহগার ধরেছি মুনাজাত,
ক্ষমার আশায় খোদা-
তোমারি দরগায় ৷
আমি গুনাহগার তুলেছি দু-হাত,
ক্ষমার আশায় খোদা-
তোমারি দরগায় ৷
শূন্য হাতে খোদা তুমি,
ফিরাইওনা এই আমায় ৷


আমার চেয়ে পাপি-তাপি,
নাইরে এই দুনিয়ায় ৷
না জেনে করেছি ভুল ভ্রান্তি,
ক্ষমা করো এই আমায় ৷
ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি,
হয়েছি পাপি গুনাহগার ৷
মাফ করে দাও আল্লাহ তুমি,
তোমার এ বান্দায় ৷
আমি গুনাহগার ধরেছি মুনাজাত,
ক্ষমার আশায় খোদা-
তোমারি দরগায় ৷


দ্বীন ভিখারি আমার চেয়ে,
কে আছে দুনিয়ায় ৷
আমি অধম পাপি বান্দা,
এসেছি তোমারি ছায়ায় ৷
তুমি যদি না তাকাও খোদা,
হাসরের ময়দানে ৷
কি হবে উপায় আমার ?
কি হবে উপায় ?
আমি গুনাহগার ধরেছি মুনাজাত,
ক্ষমার আশায় খোদা-
তোমারি দরগায় ৷


হাত পেতেছি তোমার শানে,
তুমি ছাড়া কে বা আছে-
হে খোদা আমার ৷
জান্নাত তুমি দাওগো খোদা,
মাফ করে সকল গুনাহ ৷
তোমারি দয়ায় খোদা,
তোমারি দয়ায় ৷
আমি গুনাহগার ধরেছি মুনাজাত,
ক্ষমার আশায় খোদা-
তোমারি দরগায় ৷


রচনাকাল ২০০৮ ইং
নোয়াখালী,বাংলাদেশ ৷
------------------------------------------