কত ফুল ঝরে গেল অকালে অসুস্থ রাজনীতির থাবায়,
গণতন্ত্রের আকাশ থেকে !
অনাদর,অবহেলায়,ঘৃণায়,বিতিষ্ণায় মুখ ফিরিয়ে নিয়ে ৷
হারিয়ে গেছে অজস্র নক্ষত্র,মিশে গেছে মাটির সাথে !
কিছু কিছু নেতা কর্মী নীতি নৈতিকতা হারিয়ে মিশে আছে-
অন্য দলে নীতি বিসর্জন দিয়ে ৷
রাজনীতিকে ব্যবসা হিসাবে নিয়ে হারিয়েছে গেছে
অনেক বিজ্ঞ রাজনীতিবিদ্ অশ্লীলতার বেড়াজালে ৷
অনেকে আবার সুবিধা মত দল বদল-
অভ্যাসে পরিণত করেছে কিঞ্চিৎ লোভে !
জাতির চোখে ধুলা দিয়ে কখনো নিজেকে বড় নেতা বলে-
জাহির করতে এতটুকু কার্পণ্য করেনি ৷
শুধু খোলস পাল্টিয়ে লোভ লালসার বসবর্তী হয়ে-
লুইস কাননের সেই কারুকার্য বিখ্যাত ইমারতের তিন শত
আসনের একটি আসন দখলের ষড়যন্ত্রে ব্যাস্ত !
আজ অসহায় এই নোংরা রাজনীতির অবয়ব দেখে,
চারিদিকে হাহাকার বিপন্ন জনপদ !
মামলা হামলা দিয়ে রাজনীতির ভবিষ্যত নেতাকে-
ধমিয়ে রেখে দেশ ও জাতির অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে,
এক শ্রেনীর রাজনৈতিক সুবিধাভোগী কিট প্রতঙ্গ ৷
আমরা হারাতে বসেছি গণতন্ত্রের কিঞ্চিত উপস্থিতি ৷
ন্যায় নীতি তলিয়ে যাচ্ছে বিবেকের আস্থা কুঁড়ে,
চারিদিকে অন্ধকার আর অন্ধকার I
আজ ছাত্র সমাজের নেতারা অকালে প্রাণ দিতে হচ্ছে !
সাজানো নাটকের বলিদান হয়ে প্রবাসে পাড়ি জমাচ্ছে !
ইচ্ছায় অনিচ্ছায় মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যাকে-
একা করে জীবন হারানোর শঙ্কায় অবৈধ ভাবে দেশ ত্যাগ
এবং অন্য দেশের আইনের বাধ্য বাধকতায় নিজেকে
বন্ধি করে চালিয়ে যাচ্ছে জীবন নামক আত্মাকে !
যেখান থেকে ইচ্ছে করলে প্রাণের স্পন্দন মমতাময়ী মা
ও হৃদয়ের আসনে বসে থাকা বাবাকে
বুকে জড়িয়ে নেওয়া যায়না !
ছোট ছোট ভাই বোনকে স্নেহের বন্দনে হাত
ভুলিয়ে দেওয়া দুস্কর হয়ে পরে !
স্ত্রীর ভালবাসা থেকে বঞ্চিত হয়ে বছরের পর বছর
নির্ঘুম রাত কাটাতে হয় !
সন্তান কে বাবার স্নেহ,আদর,ভালবাসা থেকে দূরে অবস্থান করে
বছরের পর বছর অপেক্ষা করতে হয় পিতৃত্বের সাদ পেতে !
আর ক্রমান্বয়ে আমরা হারাতে বসি একজন উদীয়মান নেতাকে,
তার উজ্জল্ময় বিচক্ষণ নেতৃত্ব থেকে !
দেশ ও জাতি হারায় তার গর্ভে জন্ম নেওয়া ক্ষণজন্মা-
উদীয়মান তরুণ নেতা একজন চৌকস চালককে ৷


রচনাকাল ১২/০৮/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------------------------------------