চারিদিকে সাজ-সাজ রব-রব
বাঙালি জাতির ঐতিহাসিক দিন
১৬ই ডিসেম্বর বিজয় উৎসব


বিজয়ের আনন্দ ঘন মুহুর্ত সবার চোখে মুখে
অবারিত স্বপ্ন স্বাদ আহল্লাদ আমার বুকে
সমস্ত দুঃখ কষ্ট আত্মত্যাগ বুকভরা কান্না
স্বাধীনতা আমার মায়ের গচ্ছিত হীরা চুনি পান্না


বিজয়ের মাসে বিজয় মিছিল
সোনার বাংলায় আলোর নিখিল
ঘোর অন্ধকার তাড়িয়ে আলো নিয়ে এলো
বাংলা মায়ের মন বিজয় শিথিল


হাসি আর কান্না বিজয়ের উৎসবে স্বপ্নিল বন্যা
অপরূপ দেশে বিজয় যেন অপরূপা সোনার কন্যা
বিলীন হবো এই দেশে এই দেশের মাটিতে
আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি
এক কথায় বলতে গেলে অনন্যা ৷


রচনাকাল ১৫/১২/২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------