চেয়ে দেখ লাল টগবগে সূর্য হাসছে
সবুজের বুকে অবিরাম বিজয়ের হাসি ৷
হাসছে আমার দেশের সোনার সন্তান
কামার-কুমার,তাঁতি-জেলে,আবালবৃদ্ধ বনিতা,
হাসছে আমার দেশের খেটে খাওয়া চাষী


অনাবিল আনন্দে হাসছে-----
খাল-বিল,নদী-নালা,সাগর-মহাসাগর,
আকাশ-বাতাস গাছ-পালা, তরু-লতা
চারিদিকে বিজয়ের হাসি
ওই যে দেখো হাসছে বিধবার সাজে স্বামী-সন্তান হারা,
পাশের বাড়ির মাসি


হাসছে মা মাটি দেশ----
আমার জন্মভূমি,আমার মাতৃভূমি
বিজয়ের হাসি হাসছে দোয়েল-কোয়েল,
ময়না-টিয়া,বাবুই পাখি আর হলুদিয়া !
হাসছে সুরে-সুরে তাল মিলিয়ে-
বংশী বাদকের করুন সুরে ঝড় তোলা,
আমার বিজয় নামক বাঁশি


ওই দিকে হাসছে--
চন্দ্র-সূর্য,গ্রহ-তারা হাসছে ৬৮ হাজার গ্রাম বাংলা
হাসছে জেলা-উপজেলা
আর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মৃতিযুক্ত কথা মালা
হাসছে বিজয় দিবসের বিজয় উৎসব
হৃদয়ে ধারণ করে চলছি স্বাধীনতার শক্তি
লিখে চলছি বিজয়ের কবিতা
মনে প্রাণে ভালবাসি,বাংলা মাকে ভালবাসি


বিজয়ের হাসি হেসে----
শক্তি সঞ্চয়ে বিজয়ের কথা বলা
বিজয় দিবসের শপথ হউক নতুন প্রত্তয়ে এগিয়ে চলা
ভালবাসা ভক্তি পরিপূর্ণ শ্রদ্ধা
হে আমার বীর শ্রেষ্ঠ,বীর বাঙালির,
বীর মুক্তিযোদ্ধা ৷
তোমাদের ভালবেসেছি তোমাদের ভালবাসি
তাইতো বিজয়ের কবিতা নিয়ে
তোমাদের স্মরণে বার বার ফিরে আসি ৷


রচনাকাল ১৬ই ডিসেম্বর ২০১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-----------------------------------------------------------