এই সেই দিন এই সেই ক্ষণ
এই সেই মাস এই সেই বছর
এই সেই ঐতিহাসিক মহুর্ত
এক দুর্লভ কাঙ্খিত সিদ্ধান্ত
গণতন্ত্রের রুদ্ধ পথ অবমুক্ত করে পুনর্জীবন দান.
সংবিধান সংরক্ষণ করে
বিশাল ক্ষমতার মসনদ ত্যাগ করা
এক মহা নায়কের নাম পল্লীবন্ধু ৷
যার দেশপ্রেম দেশাত্মবোধ
দেশের প্রতি ভালবাসা আবেগ অনুভূতি
ছিল অপরিসীম,
ত্যাগ-তিতিক্ষা যোগ-বিয়োগের সমীকরণ
সব কিছু ছিল মানবতার কাছে পরাস্থ,
বিবেকের কাছে দায়বদ্ধ ৷
ক্ষমতার সর্বোচ্চ মর্যাদাকে ছুঁড়ে ফেলে দিয়ে
জনতার ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনই ছিল
নৈতিক নীতি ও ভালবাসার বলিষ্ঠ উদাহরণ !
আর এর অপর নাম জনতার পল্লীবন্ধু ৷
৬ই ডিসেম্বর ঠিক এই দিনে গণতন্ত্রের
নতুন সোপান উন্মোচিত হয়েছিল
সংবিধান সংরক্ষণ দিবস এর মধ্যে দিয়ে
এক মহান নেতার হাত ধরে ৷
সেই থেকে এই দিনকে আমরা
সংবিধান সংরক্ষণ দিবস বলেই জানি
কিন্তু অনেকেই মানিনা ৷
সেই থেকে গণতন্ত্র এগিয়ে চলছে খুঁড়িয়ে-খুঁড়িয়ে
মুখের ভাষায় গণতন্ত্র থাকলেও বাস্তবে অনুপস্থিত
কাগজে-কলমে গণতন্ত্রের চর্চা বিদ্যমান থাকলেও
প্রয়োগের ক্ষেত্রে জালিয়াতির মহা উৎসব ৷
সর্বস্তরের জনমনে একই কথা একই সুর
নব্বই পূর্ববর্তী গণতন্ত্র অনেক শান্তির ছিল
তথাকথিত সুশীলদের দেওয়া মহান স্বৈরাচার
আজ গণতন্ত্রের খোলসে লুকিয়ে থাকা নব্য স্বৈরাচার
থেকে অনেকাংশে ভাল ছিল,
আর ওই মহান নেতাই পল্লীবন্ধু ৷


রচনাকাল ৬ই ডিসেম্বর ১৬ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------------------