আমি আজ আলো আঁধারির মাঝে এক নিভু নিভু বাতি
তুমি হিনা এই দেহ জ্বলে পুড়ে অঙ্গার হওয়া কয়লার মত
ও আমার প্রাণ প্রিয়া স্বদেশ,ও আমার মাতৃভূমির মাটি ৷


তুমি অনিন্দ্য সুন্দরী,তোমার রূপ,লাবণ্য
এক কথায় মোহনীয়ও ঠিক আমার প্রিয়ার মতো ৷
তুমি হাসলে আমার প্রাণ হাসে
তুমি কাঁদলে আমার প্রাণ কাঁদে
তোমায় প্রাণবন্ত দেখতে চাই হে আমার সোনা ভরা দেশ
হে আমার অনুপমা সাথী ৷
আমি আজ আলো আঁধারির মাঝে এক নিভু নিভু বাতি
তুমি হিনা এই দেহ জ্বলে পুড়ে অঙ্গার হওয়া কয়লার মত
ও আমার প্রাণ প্রিয়া স্বদেশ,ও আমার মাতৃভূমির মাটি ৷


তোমার বৈচিত্রতা পৃথিবীর সব দেশ কেও হার মানায়
তোমার আত্মীয়তায়,অতিথীয়তায় আমার প্রাণ জুড়ায়
শুধু মন চায় তোমার কোলে মাথা রেখে ঘুমাই
তোমার মুখ দেখে সাত সকালে জাগরিত হই
কিন্তু হায় ! আমি যে আজ তোমার হতে বহু দূরে
সাথী হারা দেশ অন্যের ঘরে কাটে আমার দিবস রাতি
আমি আজ আলো আঁধারির মাঝে এক নিভু নিভু বাতি ৷
তুমি হিনা এই দেহ জ্বলে পুড়ে অঙ্গার হওয়া কয়লার মত
ও আমার প্রাণ প্রিয়া স্বদেশ,ও আমার মাতৃভূমির মাটি ৷


রচনাকাল ১০/০৪/২০১৭ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক ৷
-------------------------------------------