আমার বেলায় তোমার বিবেক বুদ্ধি জীর্ণশীর্ণ,
মনে হয় কোথাও অনেক দামে বন্দক রেখেছো !
আমার কষ্ট,আমার যন্ত্রনা,আমার চিৎকার-
তোমার মনে একটুও দাগ কাটেনা l
যখন তোমার শরীরে কেউ চিমটি কাটে,
তখন কান্নার বিকট শব্দে আসে পাশে কেউ
শান্তিতে ঘুমাতে পারেনা l


আপন শান্তি আপন স্বস্তিই যদি মুখ্য হয়,
তবে আমি কিসের কর্তা ?
আমার চাহিদাকে যদি আত্মত্যাগে
বলি দিতে না পারি তবে এই কিষের বার্তা ?
আমাকে প্রথমত আমার বিচার করা শিখতে হবে
তাহলে গড়ে উঠবে পরিবারে,সমাজে,
দেশের সর্বস্তরে,পরিপূর্ণ শাসন ব্যবস্থা l


টকশোতে চেচামেচি মিথ্যার ছড়াছড়ি
রাতের আঁধারে নেতা নেত্রীর
আপসকামিতার কোলাকুলি
জনতা চায়ের দোকানে বসে
পক্ষে-বিপক্ষে কথা বলে চায়ের কাপে ঝড় তুলে
করে গোলাগুলি l


আমি শুধু খাই খাই করি !
খেয়ে ফেলেছি অসহায় এতিমের টাকা
আর কি খাওয়ার বাকি আছে ?
ভাঙ্গা সুটকেস আজ অর্থ প্রাচুর্য দামি গহনা
আর হীরা পান্নায় ঠাসা !


শুধু একবার সুযোগ দিন
ফিরিয়ে দিবো
ভোটের অধিকার,ভাতের অধিকার,
ক্ষমতাসীন হয়ে এখন কিছুই নাই !
গণতন্ত্রে ঘুনে ধরেছে
সর্বক্ষেত্রে লুটপাটের স্বর্গরাজ্য
নেইতো কোথাও কোন বালাই !


রচনাকাল ১৯/০২/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
———————————————————————