তুমি বলে ছিলে,
আমার বেলায় বিচার বিভাগ ছিল স্বাধীনতায় ভরপুর l
আজ আমিও বলছি,
তোমার বেলায় এতো হাউ কাউ কেন মনেপড়ে সেই সুদূর l


তুমি আরো বলেছিলে,
জীবত জেলে যাবে মৃত দেহ বাহির হবে,
সেই দিন মনে হয়েছিল তুমি নিজেই আজরাঈলের কালো ছায়া l
আজ আমিও বলছি,
হয়তো তোমার সেই দিনের কথার প্রতিফলন ঘটবে !
যদি আল্লাহ চায় বাহির হবে জেল থেকে তোমার মৃত কায়া !


তুমি বলেছিলে এক জনসভায়,
চোরকে কে ভোট দিবেন না,কারণ তার জেল হয়ে যাবে l
আজ আমি বলছি,
চুন্নী/চুরুনীকে ভোট দিবেন না,
কারণ সে একাদিক মামলায় যাবজ্জীবন সাজা পাবে l


সেই দিন তুমি বিচার না করে,
আমাকে আমার পরিবার পরিজনকে জেলে পাঠিয়ে তামাশার হাসি হেসেছো !
আজ আমি তোমার জেল কামনা করলে,
তোমার প্রেতাত্মাদের কেন এতো জ্বলে ?
ওই দিনের যন্ত্রনা ভরা দৃশ্য কি বেমালুম ভুলে গিয়েছো ?


রচনাকাল ৩১/০১/২০১৮ ইং
ব্রুকলিন,নিউ ইয়র্ক l
----------------------------------------------