জীবন্ত স্মৃতির মিনার তুমি,
কাল বৈশাখী ঝড় ৷
বহু কষ্টে বহু সাধনায়,
বাধিয়াছি ঘর ৷
এক পলকে ভেঙ্গে দিলে,
আমার ঘরের ভিত্তি,
তুমি পারলে কি করে ?
দানবের মত কেড়ে নিতে
আমার প্রাণ শক্তি ৷
আমাকে পঙ্গু করে
তোমার কি স্বাদ মিঠেনি ?
আমার বসত ভিটা শূন্য করতে
তোমার কি প্রাণ কাঁদেনি ?
এখনো কি চাও তুমি ?
কেন আমার ঘুমিয়ে থাকা
ক্লান্ত নিথর দেহ খানি
নাড়াচাড়া কর ?
কেন আবার স্বপ্নের মত
সামনে এসে মুখ না দেখিয়ে
নির্লজ্জের মত পালিয়ে যাও
ঝড়ো হাওয়ার মত ?
তুমি আমার কাছে জীবিত
কিন্তু স্মৃতির মিনার হয়ে
দাঁড়িয়ে আছ !
দূর পানে তাকালে
দূর অজানায় হারালে
স্মৃতির সাদা কালো দৃশ্য
চোখের রঙিন পর্দায়
এলোমেলো খেলা করে
স্থির থেকে অস্থির হয়ে যাই
ভোবা কান্নায় রক্তক্ষরণ শুরু হয়
পৃথিবীর সমস্ত কিছুকে
উপেক্ষা করে চলে যেতে
ইচ্ছে করে কিন্তু পারিনা এই ভেবে
কে আমার স্মৃতির মিনারে
ফুল নিয়ে দাঁড়াবে !
কে চোখের কোণে
অশ্রু এনে অঝর ধারায় ঝরাবে ?
আর কে প্রহর গুনবে-
তুমি ফিরে আসবে বলে ?


রচনাকাল ০৮/০৯/২০১৫ ইং
নিউ ইয়র্ক ৷
------------------------------------