ওগো প্রিয়া তুমি মানবী নয়,
তুমি আমার গন্ধরাজ ৷
তুমি ঘ্রাণ ছড়িয়ে প্রতিটি রাতে,
বিশ্ব বাসিকে করো সজাগ ৷
আর আমি না হয়,
ভালো বেসেছি তোমায় ৷
এটাই কি মোর অপরাধ !


তুমি রাতের আধারে ফুঁটে উঠো,
হাস্নাহেনা তুমি সবার প্রিয় ৷
তুমি একজন মায়াবতী,
তুমি আমার জন্য,শুধু আমার জন্য-
পৃথিবীতে এসেছো সাথী ৷
তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিওনা,
তাহলে যে থেমে যাবে আমার গতি ৷
লোক মুখে রটে যাবে,
আমার প্রেমের অপবাদ !


তুমি ফুল হয়ে ধন্য হও,
তুমি মধু হয়ে ভ্রমর নাচাও ৷
তুমি ফুল হয়ে ফুঁটলে পরে,
ভ্রমর হয়ে আসি আমি নেচে-নেচে ৷
তুমি জান্নাতেরী ফোঁটা ফুল,
আমি তোমার সৌরবে হই মশগুল ৷
তুমি আমায় ছেড়ে যেওনা,
তাহলে যে মরে যাবে তোমার পতি ৷
লোক মুখে রটে যাবে,
তোমার প্রেমের অপবাদ !
••••••••••••••••••••
বুক : তুমি যদি চাও
প্রকাশকাল  ২০০৯ ইং
একুশে বই মেলা
ঢাকা,বাংলাদেশ ৷