১৪ই ফেব্রুয়ারি"""... মেয়েরা পড়বে ছেঁড়া শাড়ি ______ছেলেরা পড়বে দামী ঘড়ি । পার্কে যাবে তাড়াতাড়ি । ________কত ফুলের ছড়া ছড়ি । ছেলে মেয়ের জড়া জড়ি । _______চা- কপি'র কাড়া কাড়ি । হালকা-হালকা বাড়াবাড়ি । _______মাঝে-মধ্যে আড়াআড়ি । বেশি হলে মারামারি
। _______কিছুক্ষণ পর ছাড়া ছাড়ি। চ্যাকা খেয়ে,, …………ছেলেরা টানবে আবুল বিড়ি । আর,, ______মেয়েরা হবে কলঙ্কের হাঁড়ি । এরই নাম যদি হয় ""১৪ই ফেব্রুয়ারি"" …… তাহলে,,, _____সবার আগে আমি কেটে পড়ি!
সিঙ্গেল আছি ভাল আছি
মনে নেই ১৪ ই ফেব্রুয়ারি ।