মেঘলা আকাশে মেঘের আড়ালে
                 সূর্য মাঝে মাঝে উঁকি দেয়,
পরক্ষণে সে  আশার আলো
                   ঘনতর মেঘে ঢেকে দেয়।
কখনো জীবনে আশার আলো
                         দপ্ করে নিভে যায়,
অন্ধকারে দূর্যোগের ঘনঘটায়
                   নেমে আসে ঘন অন্ধকার।
মুক্তির বুভুক্ষ চোখ চেয়ে থাকে
                     প্রভাত আলোর আশায়!
রাতের গভীরতা বুঝিয়ে দেয়
                   আগামী দিনের সূর্যোদয়।
দ্বন্দ্ব-সংঘাত শেষে আশার আলোয়
                      গতিতে আসে বিবর্তন,
সাম্যের মাঝে গতিশীল সমঝোতা
                         আগামীর সমাবর্তন।
আপন কাজে গতি বাড়াও,
            অন্ধকার শেষে আলো আসবেই;
দাবিয়ে রাখা যায় না আকাঙ্খার
              তীব্র অনুভূতি, আলো জ্বলবেই।
সকল দুঃখ অহংকার সংঘাত ভুলে
                       আশার প্রদীপ জ্বালালে
রজনী শেষে সুপ্রভাত আসবেই,
                  গৌরব জুটবে সবার ভালে।
      (১৩ সেপ্টম্বর ২০১৩, শুক্রবার)