আবিষ্কার ও আবিষ্কারক ( ১ম অংশ)
                   এম. মাহবুব মুকুল


জেমস্ ওয়াট ষ্টীম ইঞ্জিন করল আবিষ্কার,
দিক-বিদিক চলল ছুটে, বাড়ি ছিল তাঁর স্কটল্যাণ্ড।
চারদিক হতে সম্মান খ্যাতি আসল জেমস্ ওয়াটের,
সেই হতে ছুটল মানুষ গতিতে -  দূর দূরান্তরে।
বুশনেলের ডুবোজাহাজ পানির নিচেয় চলে,
ভাবল মানুষ একি ! ডুববে না তা কোন কালে ?
ভয়ে ভীতে বাঙালি আজ রইল শুধু পিছে,
সে কারণে আমরা আজও রইলাম নিচে।


রুডলফের ডিজেল ইঞ্জিন, ডিজেল দিয়ে চলে,
রাইট ব্রাদর্সের উড়োজাহাজ , আকাশ পথে চলে।
চলচিত্র প্রদর্শ্ ন যন্ত্র দিল লুমিয়ার ভ্রাতৃত্বদ্বয়,
জন এল বেয়ার্ডের টেলিভীষণ ছবি ওঠে তরঙ্গায়।
আলেকজাণ্ডার গ্রহামবেল দিল টেলিফোন,
বৈদ্যুতিক বাতি আবিষ্কার করল টমাস আ. এডিসন।
মারকনীর রেডিও আর উইলিয়াম কংগ্রেসের রকেট,
আলফ্রেড নোবেলের বিস্ময়কর আবিষ্কার ডিনামাইট।


ওয়াটারম্যানের ঝর্ণা কলম, গুটেন বার্গের প্রিণ্টিং প্রেস;
সুতাকাটার যন্ত্র আবিষ্কার করল ইংল্যাণ্ডের হারগ্রেস।
এক্যরে- এর আবিষ্কারক ডাব্লিউ-উল-হেলম রনজেন,
ক্যাথড রশ্মি পরীক্ষা করতেই এক্যরে পেলেন রনজেন।
আর্কিমিডিস রাজার মুকুটের খাদ বের করল,
সেই থেকে আর্কিমিডিসের সুনাম চারিদিকে ছড়িল।
সপ্তদশ শতাব্দীর দিকপাল বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন,
মধ্যাকর্ষ্ ণ শক্তি, গতির নিয়ম, ক্যালকুলাস তাঁর উদ্ভাবন।
বিজ্ঞান জগতে নিউটনের আবিষ্কার –খ্যাতি ছিল অধিক,
পদার্থ্  বিজ্ঞানে তাঁকে বাদ দিলে বাকি থাকে সর্ব্ াধিক।
উনবিংশ শতাব্দের বিজ্ঞানী (E = mc2 ) আইনষ্টাইন,
ফ্যারাডের শিশু বিদ্যুৎ আরো উন্নত করল টমাস এডিসন।