অবসরে নিস্তেজ বসে থাকা ঠিক নয়,
বই-এর সাথে সম্পর্ক রাখতে হয়।
হোক ধর্মীয় কিতাব-গ্রন্থ কিংবা কবিতা গল্প উপন্যাস
সারাজীবনের সঞ্চয় অবসরের বারোমাস।
তাহলে নিজেকে অকেজো মনে হবে না,
নিজের মধ্যে খুঁজে পাবে আপন ঠিকানা।
অফুরন্ত সময়ের সম্ভর ভাণ্ডার অবসর,
কর্মচাঞ্চল্যহীন মানে নয় বেকার।
তুমি আমি প্রায়ই বসে থাকি নিস্তেজ,
অবসরে বই আনে জীবনে সতেজ।
শৈশব কৌশর যৌবনে যে করে
বই প্রেম, ধন্য জীবন গড়ে থরে থরে।
বই অবসরের সাথী, নির্জন সঙ্গী;
শেখায় আচার ব্যবহার, পাল্টায় দৃষ্টিভঙ্গি।
অবসরে তাই হাতে নাও আপন বন্ধু বই,
পেয়ে যাবে তুমি শেষ জীবনের সই।
(০৬ অক্টোবর ২০১১)