জ্বলে আর নেভে আঁধারে একাকী,
অরণ্যের আলোকময় সুন্দরী জোনাকি।
তারই গন্ধে চমকিত বিরহের কামিনী,
প্রেমপাত্রে স্বপ্ন কাটে বিষাদের রজনী।
মনো বেদনা গভীর ছন্দময় সে কারুকাজ,
স্মৃতির ফসিলে আঁটা তনুরাজ যুব সমাজ।
জ্যোৎস্নাস্নাত রাতে মশগুল বাক্যালাপে,
নিদ্রাহীন মধ্যরাতে কাঁপে তারই তাপে।
ঘনিষ্ঠ ভঙ্গিমায় উপবিষ্ট অতিশয় বেশভূষায়,
সোনালী আসমানে নক্ষত্ররা অপরূপা তৃপ্তিময়।
জনমানবহীন রাতে স্মৃতির চিহ্নগুলো ভাবায়,
কৈশর-যৌবনের সোনালী প্রহর কেটেছে যেথায়।
উম্মাতাল আড্ডাপ্রেমিরা আজ ধুলোময় উদ্ভিন্ন,
নেশার দুর্বিটানে কালান্তরে জীবন যে মেঘাচ্ছন্ন।
শৌখিন যুবকেরা কামিনী বিরহের যামিনী,
নৈঃসঙ্গের উৎফুল্লের মাঝে আঁধারে ডাকে সজনী।