অভিশপ্ত ভোরের আলোয় ডাস্টবিনে কাঁদে,
ভালোবাসার চুম্বনে শালীনতা হারায় নিত্য ফাঁদে।
সমাজের সম্মান দুর্গন্ধ ছড়ায়, ডুবদেয় নীতিবাক্যে,
মগের মুল্লুকে অসভ্যতার ভর করে, নে্ই  রক্ষ্যে।
দিকভ্রষ্ট নীতিভ্রষ্ট বিবেক সমাজের মর্মমূলে,
মৃত হৃদয়ের অদৃশ্য আর্তনাদ- হুঙ্কারে মানবতা দোলে।
বিস্ময় সমীকরণ, শূন্যতার মাঝে বারেক ফিরে চায়,
আলোর ফাঁদে মরীচিকায় ডাক দেয়, বিবেক যে যায়!