এসো নওজোয়ান এসো! আঁধার ধূরে ঠেলে চলি সম্মুখে;
ঝড়ঝঞ্ঝা , সকল বাঁধা বিপদ পদতলে রেখে
চলো যাই দেশ মাতৃকার ডাকে বীরদর্পে
বাংলার রাজপথে- মাঠে ময়দানে।


এসো নবীন এসো! নকল শিক্ষার হাত থেকে বাঁচাই দেশকে,
তোমরাই পারো জাতির মগজে নতুন বীজ বুনতে;
তোমরাই পারো সোনার বাংলা গড়তে,
ক্যাম্পাসে শিক্ষার আলো জ্বালাতে।


এসো তরুণ এসো! কর্মক্ষেত্রের দুর্নীতি ঠেকাই,
দুর্নীতি আর স্বজনপ্রীতিই দেশ পড়েছে সমস্যায়;
তোমরই পারো কর্মক্ষেত্রের দুর্নীতি ঠেকাতে,
দেশের স্বার্থ দেখে না, মত্ত সবাই স্বীয় স্বার্থে।


এসো জনতা এসো! তোমাদের হাতিয়ার তোমরা একতা,
তোমরাই পারো দেশকে বাঁচাতে, তোমাদের আছে সে ক্ষমতা।
মিছিল-মিটিং এ প্রতিবাদের ঝড় তোলো!
সোনার বাংলা গড়তে সকল ভেদাভেদ ভুলো।


এসো নেতা এসো! বাঁচার স্বার্থে দেশের তরে কাজ করি,
মিথ্যা ফাঁকা ফাপা বুলি ভুলে, জনদরদী নেতার পথ ধরি।
হত্যার রাজনীতি ভুলে, প্রতিহিংসা দূরে ঠেলে
এসো সোনার বাংলা গড়ি সবাই মিলে।


এসো ভাই-বোনেরা এসো! দ্বন্দ্ব-সংঘাত ভুলে, কাঁধে কাঁধ মিলাই;
সন্ত্রাসী কর্ম ছেড়ে বিপদের বন্ধু হই সবাই।
আপন কর্ম শেষে প্রতিবেশীর সাহায্যে হাত বাড়াই,
তবেই আমরা সোনার বাংলা পাবো ভাই।


এসো বন্ধু এসো ! বন্ধুত্বের  বন্ধনে দেশ জাতিকে আলিঙ্গন করি,
ন্যায়-নীতির সংলাপে বিবেক জাগ্রত করি।
মুক্তিযুদ্ধের প্রেরণায় সবাই যেন হাসি সাম্যের হাসি,
বন্ধুত্বের ভালোবাসায় বাংলাদেশকে ভালোবাসি।


এসো দেশবাসি এসো! আমাদের ভাবনা আমাদের ভাবতে  হবে,
শক্ত হাতে ধরলে লাল-সবুজের পতাকা কথা ক’বে।
শত বুদ্ধির মাঝে তোমার চিন্তা-বুদ্ধিই সেরা,
মুক্তচিন্তার স্বাধীন বাঙালি আমরা।


এসো বীর বাঙালি এসো! দেশ গঠনে সকল ভেদাভেদ ভুলি,
কর্মদক্ষতায় মেধা-মননে জাতীয় ঐক্য গড়ে তুলি।
কৃষক-মজুর-জনতা আমরা কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ি,
মুক্তিযুদ্ধের প্রেরণায় সবাই মিলে সোনার বাংলা গড়ি।