আমাদের দেশ কবে হবে আলোকিত বাংলাদেশ,
ধনে-জ্ঞানে সুখি সমৃদ্ধ হবে; শান্তিতে থাকব বেশ।
শাসন শোষণ স্বজনপ্রীতি আর দুর্নীতির যাতাকলে,
গরিবের টাকা লুটবে না আর নিত্য অভিনব কৌশলে।
আমাদের আছে সজ্জন বিদ্যান দেশপ্রেমিক বুদ্ধিজীবি,
আমি খেটে খাওয়া মানুষের মধ্যে দেখি আলোকিত ছবি।
আমাদের আছে শিক্ষিত কর্মঠ তরুণের বিশাল মানব শক্তি,
কাজে হাত দাও! ঘুরে দাঁড়াও! তবেই আসবে অর্থনৈতিক মুক্তি।
“কথা কম কাজ বেশী” কাজের প্রতি বাড়াও প্রেম শ্রদ্ধা ভক্তি,
সেই সাথে জ্ঞান বিজ্ঞানে বিশ্বসভায় তুলে ধরো তথ্যপ্রযুক্তি।
নতুন আশা সৃষ্টি সম্ভবনার নতুন ক্ষেত্র আমাদের এ দেশ,
জাগাও দেশপ্রেম, আমরাই গড়বো আলোকিত বাংলাদেশ।
‘আমাদের গ্যাস আমাদের সম্পদ’- কি করি বাসা বাড়িতে?
একটি ম্যাচের কাঠি খরচ হবে বলে জ্বালিয়ে রাখি দিনে রাতে!
জাতীয় সম্পদ রক্ষায় দেশপ্রেমি হয়ে সবাই করো অঙ্গীকার।
দুর্নীতি ঠেকাও। দেখবে এ দেশের সম্পদ অপূর্ব বিস্ময়কর।