পথ যেতে যেতে থমকে যাই অজানা অপরাধে
                      অন্তিম বিদায় ক্ষণে!
মধ্যরাতের নিশ্চুপ গলিপথে
                 সন্ধ্যার চৌরাস্তামোড়ে
আচমকা টেনে হিঁচড়ে চলে অজানা অপরাধে।
              ভ্রাতৃত্বের বন্ধন ছেড়ে।
হীরক দ্যুতির উষ্ণ তৃপ্তির আড়ালে।
ঐশ্বর্যভরা সাম্য মৈত্রী বন্ধুর অনুভবে।
শূন্যতার মাঝে চলি অজানা অপরাধে।
স্বাদ গন্ধহীন প্রাচুর্যের সংগীত সন্ধ্যায়
রক্ত মাংসের কাঁপুনি
বার বার বেড়ে চলে
স্নেহ মায়া মমতা উপেক্ষা করে
                      শূন্যের গলিপথে
আচকা বলে উঠি যেতে হবে, অজানায়!
আন্তিমক্ষণে ব্যাকুলতা হৃদয় জুড়ে।