কাদামাটির মমতায়, ধুলোর সমতায়
সেই নিভৃত পল্লীর রূপসী নদীর মমতায়।
রূপালী ইলিশে মাতি।
                  এলো চুলে, মধ্য দুপুরে
হেঁটে চলি কাশবনের বাঁকাপথে,
               সোনালী আলোয় ভরে দেয়,
সন্ধ্যা আঁধারে বিজলী বাতি।
           আকাশ-মাটি-পানিতে পথ চলি।
সবুজের মমতায় পথ ধরি,
     খেজুর, বাবলা, তালসারির প্রেরণায়।
ছায়াঘেরা শীতল বাতাসে বিভেদ ভুলে----
মাটির মমতায় প্রেমময় জয়গানে উঠি দুলে।
নিভৃত পল্লীর সবুজ গ্রাম আমার প্রাণ,
            কৃষাণীর সেদ্ধ ধানের অপূর্ব ঘ্রাণ।
খেজুর রসের পাটালি (গুড়) বানানোর
                                 অপূর্ব কৌশল।
মধ্য দুপুরে বাবলা গাছে ঘুঘুর ডাক
    খেজুর গাছে কাঠবিড়ালীর লেজ নাড়ানি
আমায় করে যে,করে অবাক!
  কিংবা মধ্যনিশিতে ভুতুম পেঁচার গোঙ্গানি।
সেই আকাশ-মাটি-পানির টান আজও ভুলিনি!
আকাশ মাটি পানির মায়া-মমতায়
    জেগে রই নিভৃত পল্লীর অজোপাড়া গায়।


(০৩ মার্চ ২০১১)