উত্তাল অনুরাগে স্বার্ণালী চাঁদ জাগে,
স্বপ্নে বিভোর স্মৃতির মূর্ত তারই সম্ভোগে।
লুকানো শরীর হাসে রঙের ক্যানভাসে,
নীলমনি চোখে ছন্দে দোলে পরবাসে।
মুক্তবাতাসে অস্থির কথামালা যেন অন্তজ্বালা,
পুর্নবার বসে থাকে, তবু কাটে না কালবেলা।
মধ্যরাতের উর্বর চাঁদ প্রকৃতিকে নিয়ে করে খেলা,
শূন্যে দোলে মাধুরির আলো, প্রীতিময় সারাবেলা।
          (ডিসেম্বর ২০১৪)