আমি ঘুরে বেড়াই আলোকিত হাওয়ায়
                           সারাটি জীবন আবহমান,
আমার অহংকার, আমার স্বাধীনতা
                   আমার অস্তিত্ব আমার জন্মস্থান।
আমি ঘুরে বেড়াই আলোকিত হাওয়ায়
                               গ্রীষ্ম - বর্ষা - শীতে,
আমার বাংলায় শরৎ - হেমন্ত - বসন্তে।
           আমার অস্তিত্ব, ঐতিহ্য এ বঙ্গভূমিতে,
আমি হেঁটে যাই শতাব্দীর আলোতে।
               কৈশর কিংবা যৌবনের জ্যোৎস্নায়,
সারা বিশ্বের মাঝে বাংলা আমার অপূর্ব বিস্ময়।
নিঃসঙ্গতার মাঝে খুঁজে পাই বাংলার রূপ
                  অপরূপ, আমার অস্তিত্ব স্বরূপ।
আমি ঘুরে বেড়াই আলোকিত হাওয়ায়
              আম কাঁঠাল খেজুর গাছের ছায়ায়।
      প্রকৃতির সাথে, মেঠো পথে
                       স্বপ্ন আশা তারই সাথে।
          সবুজ বাংলার ঐতিহ্যে
                            আমার অস্তিত্বে।
(১১ জুন ২০১১)