আমার মায়ের প্রিয় মুখ, শান্তির সুখ;
মা ছিল আমার প্রাণ প্রিয়, আদরের প্রিয় মুখ।
কত-শত আবদার ছিল মায়ের কাছে
     সারাদিন আগলে রাখা ছিল তাঁর মহাচিন্তা;
গোছলের পর আঁচল দিয়ে মাথা-শরীর
              মোছানো আহ্ রে মায়ের মমতা।
খাওয়ার পর আঁচলে মুখ মোছা ছিল
                            আমার নিত্য স্বভাব,
দূরে আছি তাই সর্বদা বুঝি মায়ের অভাব।
বারবার মনে পড়ে আমার মায়ের প্রিয় মুখ,
কথা হলেই বলে ভালো আছিস খোকা!
                      করেনি তো কোন অসুখ!
বাড়িতে এসে ঘুরে যা।
                  দেখতে ইচ্ছা করছে তোকে,
আমি যে নিয়ম শৃঙ্খলে বাঁধা;
                      যেতে পারি না বাড়িতে।
      মায়ের আবদার পূরণ করতে পারি না ,
দূরে আছি বলে মায়ের প্রিয় ডাক
                               শুনতে পাই না।
কতোরাত জেগেছে মা
                আমার পড়ার টেবিলের পাশে,
কতো আদর সোহাগ ভালোবাসা ছিল
                      এখন বুঝেছি দূরে এসে।
আমার হৃদয় চোখে ভাসে প্রিয় মায়ের মুখ,
                   আহ্ কি মধুর শান্তির সুখ।
আমি তাঁর আদরের ধন, সুখের ঠিকানা;
আগলে রেখেছে সারাক্ষণ।
    কখনো শুনিনি, আমাকে বকেছে কি না!
যেতে দেয়নি দূরে অন্যদের সাথে,
                      আমি তাঁর হৃদয জুড়ে;
শান্তির সুখ আমার মায়ের প্রিয় মুখ,
                         আমার হৃদয় জুড়ে।