আমার ভেতর বাস করে যে মন
                        আমি খুঁজি তাকে সর্বক্ষণ,
আগলে রাখে যে আমার নীতিবোধ
             সেই তো করে দেয় কার্য সম্পাদন।
বিচারপতির অহেতুক দানবমূর্তি
                     অন্ধকূপ যে আমায় ছাড়ে না,
নিরাশার বালুতটে সর্ব হারিয়ে ছুটি
             আমার ভেতরে যে যাতনার সান্তনা।
উত্তল ডেউ-এ জেগেছে আগামীর ক্ষত
           মৃদু ছোঁয়ায় আলুথালু সংশয় চেতনা।
আমার ভেতর বাস করে বৃষ্টিরেণুর
                     মনোবেদনা, ঘুমের সান্তনা।
পিচ্ছিল অনুভূতির গোপন শোভাযাত্রা
                নিঃস্বার্থে প্রতিদিন গ্লানি ঘোচাই।
মগজের নীরবতা ভেঙ্গে চলি
                  আত্নহননের সমীকরণ ছাড়াই।
আমার ভেতরে স্বপ্ন বোনে তপ্ত
                বিরহ প্রেমের তিমির নিস্তব্ধতায়,
অন্ধকার পেরিয়ে হৃদয় কূলে
             শীতলতায় জেগে উঠি সমভাবনায়।