একদিন ভুলে যাবে আমাকে,
তুমি ভুলে যাবে তত দিনে
ক্রমে ক্রমে তৈরি করে নেবে
       তোমার সুদিন,
              বাঁচো ততদিন।
আমি থেকে যাবো
ভুলের একটা ফুলে,
দেখা দেবো পৌষের নবান্ন উৎসবে।
সকলেই অংশ নিবে,
        আমি অজানায় অচেনায়!।
সব হয়ে যাবে গতকাল
         তুমি শুধুই আগামী
স্তুপ ধ্বংসের শূন্যতায়
ক্রমে তুমি তৈরি করে নেবে
    সুদিনের বিজয় মালা।
           ভুলে যাবে অতীত
এক সঙ্গে মেতে ওঠা
তৃপ্তি কর কোন এক উৎসবে
মুহূর্তের যোগাযোগ
        ইতিহাস চোখের পলকে।
ভুলে যাবে ততদিনে
যতদিন মুকুল থেকে ফুল ফুটে রবে,
অতীতের পৃষ্ঠ পোষকতা
    বুকের ভেতর রক্তক্ষরণ
          ভুল স্রোতের সঙ্গে আলিঙ্গন।
ততদিনে মুছে যাবে তোমার
চোখে-মুখের জীবন্ত বন্দিদশা,
           আমি থেকে যাব অচেনায়!
ধোয়াটে ভীড়ের মাঝে,
তুমিও আগামীর প্রত্যাশায়
দিনরাত প্রেমের সখ্যতায়
    মেতে উঠবে নব উৎসবে,
              ভুলে যাবে ততদিনে।
     নতুন প্রেমের নীরব উচ্ছাসে।