অবিন্যস্ত জীবনে চলে নিরন্তর ভাবনা,
উচ্চাশা কিংবা ক্রোধ নেই
                   আছে শঙ্কা আর ভয়!
ধাবমান এই উত্তপ্ত পৃথিবীর পথে,
ঘোর অন্ধকারে খাবি খাচ্ছি দুর্বিপাকে।
প্রতিনিয়ত উপরি বসের চপে!
               জ্বলে পুড়ে মরি বেদনায়।
গুমোট আবহাওয়ার ভ্যাপসা গরমে,
অবিন্যস্ত জীবন চলে ঠিকানাহীন।
                     অনন্ত পথে পথচলা।
সুতা ছেঁড়া ঘুড়ির মতো,
প্রভাতে ঘুম ভাঙ্গে সেই দুর্বিপাকে।
জীবন উৎসবে উঁকি দেয় হতাশা,
                   শঙ্কার মাঝে জাগে ভয়!
অব্যক্ত বেদনার মাঝে চলে অবিন্যস্ত জীবন,
বারবার উপলব্ধির ভাষা হারাই;
সংঘাতময় অবিন্যস্ত জীবনে চলি
                            একবুক স্বপ্ন নিয়ে।
অনন্ত পথে মায়ার সংসারে বাঁচার আশায়!
প্রতিবাদী ছায়া এসে ভীড় করে সংসারে,
             মধ্যরাতে দুঃস্বপ্নে থাকি সংশয়ে।
অবিন্যস্ত জীবনের এই অনন্ত পথে
অতিআধুনিক সমাজের তোষামোদী কাজে
        স্বপ্নভরা প্রত্যাশা নিয়ে চলি
                               গন্তব্যের পথে।
                          (০৩ ফেব্রুয়ারি ২০১২)