আনন্দ কি সবার সমান!
             ঈদ কিংবা পূজা-পর্বনের উৎসবে!
আয় উপার্যনের মতো আনন্দও
        ধনি-দরিদ্রের মধ্যে পার্থক্য বিদ্যমান।
কেউ ফুটপথে নিত্য জিনিস কেনে
  কেউ আবার ব্যাগ ভর্তি টাকার স্বপ্ন বোনে।
ছোটে নামি দামি শপিংমলে।
                       দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে
নিম্ন মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়ে,
  কেউ হিসাব কষে ডলার কিংবা ইউরোতে।
কারো মুখে আনন্দের হাসি
             অনাহারে কারোমুখ শুকনোবাসি!
কারো মনে শান্তি পায়
               যদি দু’বেলা দু’মুঠো ভাত পায়।
কেউ আবার আনন্দ খোঁজে স্বপ্ন বোনে
   আধুনিক নামী-দামী মডেলের গাড়ি কিনে।
আনন্দ আছে সবার মনে
তবে তা নির্ভর করে আয়-রোজগারের ওপরে।
কেউ খেয়ে আনন্দ পায়, কেউ খাওয়ায়ে!
কেউ পরে আনন্দ পায়, আবার কেউ পরায়ে।
কেউ দুঃখীর মুখে হাসি ফোঁটায়,
       কেউ অভাগীদের সম্পদ কেড়ে কাঁদায়।
কেউ বিলিয়ে দিয়ে আনন্দ পায়,
    কেউ নিজেকে প্রভূত্ব দেখায়ে আনন্দ পায়।
আমার আনন্দ কবিতা উপন্যাস লেখায়।
                  কেউ গান গায় বিরহ যাতনায়,
কেউ দেশ-বিদেশ ঘুরে আনন্দ পায়।
      পরোপকারে যে মন সেই বেশি আনন্দের।
(২৪ জানুয়ারি ২০১২)